মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?? তার জন্য উপায় কি?

 মোবাইল দিয়ে যে আসলেই ফ্রিল্যান্সিং করা যায় এটা হয়ত অনেকেই মানতে চায়না । তবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং আসলেই করা সম্ভব। তবে প্রফেশনালি কাজ করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ লাগবে । 


মোবাইল দিয়ে বর্তমানে অনেকে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করছে এমন অনেক মানুষ আছে। তারা মোবাইল দিয়ে আস্তে আস্তে ইনকাম করে। তবে হুম প্রফেশনালভাবে যদি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে অব্যশই আপনার লেপটপ বা কম্পিউটার থাকতে হবে।


মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করার কয়টা উপায় আছে। যেমনঃ 

1. youtubing 

2. Blogging

3. Content writing

4. Graphic Design 

5. Product promotion

6. Facebooking

এগুলার কাজ ভালো করে শিখেও আপনারা মোবাইল দিয়ে মোটামোটি ইনকাম করতে পারবেন। 

তবে মনে রাখবেন ইনকাম এত সহজে করা সম্ভব হয় তার জন্য অব্যশই আপনাকে ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।



Comments

Popular posts from this blog

ফ্রিল্যান্সিং আসলে কি?? ফ্রিল্যান্সিং মানে কি??

ফেসবুক এ্যালগরিদম কি?? What is facebook algorithm??

কন্টেন্ট মানে কি? কন্টেন্ট বলতে কি বুঝায়?? কন্টেন্ট কাকে বলে??