Popular posts from this blog
ফ্রিল্যান্সিং কাদের জন্য শিখা উচিত??
ফ্রিল্যান্সিং কি শুধু বেকাররা করে?? না বর্তমানে ফ্রিল্যান্সিংটা সবাই করে যেমন ধরেন ( বেকার / স্টুডেন্ট / গৃহিণী / প্রবাসী / চাকরিজীবী/ব্যবসায়ি/ চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তি)। সবাই যে ডলার ইনকাম করা র জন্য ফ্রিল্যান্সিং শিখে এমন কোন কথা নয়। অনেকে নিজের স্কিল ডেপলপ করতে শিখে, অনেকে তার ব্যবসা বাড়ানোর জন্য শিখে, অনেকে তাদের ক্যারিয়ার গড়ার জন্য শিখে। তাহলে আপনি কেন বসে আছেন কেনই বা ফ্রিল্যান্সিং শিখছেন না?? @followers @highlight
ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে?? ফ্রিল্যান্সিং করতে যা দরকার হয়।
ফ্রিল্যান্সিং করতে মূলত প্রথমে যেটা দরকার হয় সেটা হলো আপনার ধৈর্য্য এবং অধিক পরিশ্রম। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে লক্ষ্য স্থির রেখে ধৈর্য্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে। তারপরে যা লাগবে তা হলো আপনার দক্ষতা, ভালো নেট কানেকশন, ভালো একটা মোবাইল বা লেপটপ। তবে মনে রাখবেন যদি ফ্রিল্যান্সিংকে আপনার ক্যারিয়ার হিসেবে নেন তাহলে অবশ্যই লেপটপ থাকতে হবে।
Comments
Post a Comment