ফাইবার কি?? What is fiverr??

আমরা অনেক সময় অনেক জায়গায় ফাইবার(fiverr)  নামটি দেখতে পাই। কিন্তু আমরা বেশির ভাগ মানুষই জানি না যে, ফাইবারটা আসলে কি 🤔🤔??

ফাইবার হলো এমন একটা আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম বা সাইট যেখানে বিদেশি লোকদের কাজ করে দিয়ে ইনকাম করা যায়। 

fiverr এ যে কেউ কাজ করতে পারে না বা পায় না। শুধুমাত্র যারা বর্তমান অনলাইন কাজে দক্ষ বিশেষ করে ফ্রিল্যান্সারা এসব সাইটে কাজ পায় বা কাজ করে। 

এই সাইটে কাজ করতে পারলে আপনারা একটা ভালো ইনাকম করার সুযোগ পাবেন। 

ফাইবারে অনেক বিদেশি লোকরা কম টাকায় বা ডলারে বিভিন্ন দেশের দক্ষ ফ্রিল্যান্সারদের দিয়ে তাদের প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নেন। এতে তারা ও উপকৃত হয় এবং অন্যান্য দেশের লোকরা ও উপকৃত হয়। 

#ফাইবার #Fiverr @Fiverraccount #Freelancing #whatisfiverr #what'sfiverr #ফাইবারকি 



Comments

Popular posts from this blog

ফ্রিল্যান্সিং আসলে কি?? ফ্রিল্যান্সিং মানে কি??

ফেসবুক এ্যালগরিদম কি?? What is facebook algorithm??

কন্টেন্ট মানে কি? কন্টেন্ট বলতে কি বুঝায়?? কন্টেন্ট কাকে বলে??